চাঁদপুর প্রতিনিধি: নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘণ করায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী মো. মমিনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতিকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান (সিভিল জজ) নুরুল্লাহ সিদ্দিকী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুর-৫ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী মো. মমিনুল হক নির্বাচনী এলাকায় তার ছবি, ধাণের শীষ প্রতিক সংবলিত ‘জনাব ইঞ্জি: মমিনুল হক ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ লিখা যুক্ত রঙ্গিন প্লাস্টিকের পেস্টুন গাছে সাটিয়েছেন। যা গত ২৭ জানুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনকালে পুলিশ, সেনা সদস্যদের উপস্থিতিতে কমিটির দৃষ্টিগোচর হয়। এছাড়াও নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে এরকম কয়েকটি রঙ্গিন পেস্টুন দেখাগেছে। যা নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।
একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারি নির্বাচনী এলাকায় তার ছবি, হাতপাখা প্রতিক সংবলিত ‘আলহাজ্ব মোহাম্মদ আলী পাটোয়ারিকে হাতপাখা মার্কায় ভোট দিন’ লিখা যুক্ত রঙ্গিন পোস্টার দেয়ালে ব্যবহার করেছেন। যা গত ২৭ জানুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনকালে পুলিশ, সেনা সদস্যদের উপস্থিতিতে কমিটির দৃষ্টিগোচর হয়। এছাড়াও নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে এরকম কয়েকটি রঙ্গিন পোস্টার দেখাগেছে। যা নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।
এমন পরিস্থিতিতে উভয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে উক্ত অপরাধ বিচারের জন্যে আমলে নেওয়া হবে না অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পূর্ণাঙ্গ অনুসন্ধানঅন্তে লিখিত সুপারিশসহ বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না, তদমর্মে কমিটির অস্থায়ী কার্যালয় তথা হাজীগঞ্জ সিভিল জজ আদালত, চাঁদপুর (জেলা জজ আদালত ভবন, চাঁদপুর) এ আগামী ২ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টায় নিজে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আপনাদেরকে নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায় আপনাদের বক্তব্য ব্যতিরেকে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে।
উভয় কারণ দর্শানোর নোটিশ অতিসত্বর জারি করে জারির প্রতিবেদন অত্র কার্যালয়ে প্রেরণ করার জন্য হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে নির্দেশ প্রদান করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক /
২৯ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur