চাঁদপুর-৩ আসনে (সদর-হাইমচর) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন জানিয়েছে গণঅধিকার পরিষদ থেকে একই আসনের মনোনীত প্রার্থী সাংবাদিক জাকির হোসেন।
২৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতে চাঁদপুর প্রেসক্লাবে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ও গণঅধিকার পরিষদের প্রার্থী সাংবাদিক জাকির হোসেনসহ নেতৃবৃন্দ হাত তুলে সমর্থন জানান।
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক তার বক্তব্যে বলেন, আজকের এই দিনটি আমার জন্য স্মরণীয়। গনঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরসহ নেতৃবৃন্দের সাথে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা সবাই একসাথে মিলে সুন্দর চাঁদপুর গড়বো। আশা করছি আগামী দিনে আপনারাও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করবেন।
অনুষ্ঠানে চাঁদপুর- ৩ নির্বাচনী আসনে গনঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী জাকির হোসেন বলেন, যুগপথ আন্দোলনের মাধ্যমে বিএনপির সাথে আমাদের একটি হৃদ্যতাপূর্ন সম্পর্ক হয়েছে। তারেক রহমানের সাথে আমাদের ভিপি নূরের যে সম্পর্ক রয়েছে সে সম্পর্ককে আরো জোড়ালো করতে আজকের এই আয়োজন। আমরা নিজেরাও চিন্তা করেছি চাঁদপুরে কাকে এমপি বানালে চাঁদপুরের কাঙ্খিত উন্নয়ন হবে। সেই চিন্তা থেকেই আমরা মানিক ভাইকে সমর্থন জানাচ্ছি। আগামী দিনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য আমরা এক হয়ে কাজ করবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
চাঁদপুর জেলা গনঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, হাইমচর উপজেলা গণ-অধিকার পরিষদের আহ্বায়ক নাজমূল হাসান, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নূর নবী আহমেদ, বর্তমান সহ-সভাপতি পারভেজ পাটওয়ারী।
স্বাগত বক্তব্য রাখেন জেলা গণ-অধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন জেলা গণঅধিকার পরিষদের নেতা হাসান মিজি।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
২৯ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur