ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) সংসদীয় আসনের পৌর এলাকায় দাঁড়িপাল্লার পথসভা ও গণসংযোগ করেন জেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক ভাইস চেয়ারম্যান এড. শাহজাহান মিয়া। তিনি এই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন।
২৯ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৮টায় শহরের ১৩ ওয়ার্ডের ওয়ারলেস মোড়ে পথসভা শেষে অত্র এলাকায়, মাজার রোড়, মটখোলা গুচ্ছগ্র্রাম সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। দুপরে ১৪ নং ওয়ার্ডের বাবুরহাট, দাসদি, মডেল টাউন এলাকায় দাঁড়িপাল্লা মার্কার পথসভা ও গনসংযোগ করেন তিনি।
পথসভায় অ্যাড. মো: শাহজাহান মিয়া বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য চাঁদপুর শহর তৈরি করা আমাদের প্রত্যয়। যানজটের অভিশাপ থেকে চাঁদপুর শহরবাসীকে মুক্ত করা হবে। ‘যানজট আজ আমাদের নিত্যদিনের সমস্যা। ফুটপাত দখল হয়ে গেছে, মানুষ বাধ্য হয়ে রাস্তায় নামছে। এটি পরিকল্পিত অব্যবস্থাপনার ফল।
তিনি আরো বলেন, এই চাঁদপুর শহর এক সময় ব্যবসা-বানিজ্যের ঐতিয্য ছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই চাঁদপুরই আজ অবহেলা, দখলদারি, যানজট, জলাবদ্ধতা, অপরাধ আর অনিরাপদ স্থানে পরিণত হয়েছে। আমরা নির্বাচিত হলে সঠিক ব্যবস্থাপনা ফিরিয়ে আনা হবে। ফুটপাত দখলমুক্ত করা হবে। স্থানীয় রাস্তাগুলোর পরিকল্পিত ও টেকসই সংস্কার করা হবে। সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে। শিশু পার্ক, খেলার মাঠ ও সবুজায়ন নিশ্চিত করা হবে।
পথসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাবেক ছাত্র নেতা জাকারিয়া মহিউদ্দিন এর সভাপতিত্বে ও শহর জামায়াতের সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পাটি(এনসিপি)র জেলা আহবায়ক মাহবুব আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি গাজী নুরে আলম, এনসিপি চাঁদপুর সদর উপজেলার সভাপতি মো. তামিম খান, শহরের সভাপতি মো: শাহ আলম, সদর উপজেলার যুগ্ম আহবায়ক সাইফুর রহমান গাজি, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা সভাপতি মাও: তারেক হাসান, এলডিপি শ্রমিক শক্তির জেলা সভাপতি সানোয়ার আলম, যুব শক্তির নেতা সিয়াম পাটওয়ারী ,
গনসংযোগে তার সাথে ছিলেন সাবেক ছাত্র নেতা ১৪নং ওয়ার্ড সভাপতি আলমগীর বন্দুকশী, হাফেজ জাকির হোসেন, সহ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ দলের নেতা-কর্মীরা।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur