Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে নবম পে-স্কেলের দাবিতে মানববন্ধন
নবম

ফরিদগঞ্জে নবম পে-স্কেলের দাবিতে মানববন্ধন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে ন্যায্য বেতন কাঠামোর দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে নবম পে–স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা মানববন্ধন ও আলোচনা সভা করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সরকারি, আধা-সরকারি ও বিভিন্ন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং নবম পে–স্কেল অবিলম্বে বাস্তবায়ন, ১:৪ অনুপাতে ১২ গ্রেডভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং এ সংক্রান্ত গেজেট দ্রুত প্রকাশের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বেতন ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন। বর্তমান বেতন কাঠামো দিয়ে বাড়তি বাজারদর, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে সীমিত আয়ের কর্মচারীরা পরিবার নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
বক্তারা আরও বলেন, কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। দাবি দ্রুত বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি ট্রেনিং সেন্টারের মোঃ পাবেল মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সংকর দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসের বিল্লাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হুমায়ন কবির, এলজিইডির কর্মচারী
আবু তাহের,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী ফারুক হোসেন, উপজেলা কৃষি অফিসের কর্মচারী মহিউদ্দিন, কামাল হোসেন, সমাজসেবা অফিসের গোলাম মোস্তফা, যুব উন্নয়ন অফিসের ফারজানা আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রতিবেদক: শিমুল হাছান,
২৯ জানুয়ারি ২০২৬