বৈষম্যহীন নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে সরকারি কর্মচারীরা। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সরকারি, আধা-সরকারি ও বিভিন্ন কর্পোরেশনের কর্মচারী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, ১:৪ অনুপাতে ১২ গ্রেডভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ এবং সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা নানা বৈষম্যের শিকার হয়ে আসছেন। অবিলম্বে দাবি বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
প্রতিবেদক: শরীফুল ইসলাম
২৯ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur