Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / মা-খালাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যাবস্থা করে দিবে তারেক রহমান : শেখ ফরিদ আহমেদ মানিক
ফ্যামিলি

মা-খালাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যাবস্থা করে দিবে তারেক রহমান : শেখ ফরিদ আহমেদ মানিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন এবং পৌর ৬ ও ৭নং ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক করেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকাল থেকে রাত পর্যন্ত তিনি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি ব্যাপক গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠকে অংশ নেন।

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমাদের মা-বোনদের চিকিৎসা করার জন্য হয় চাঁদপুরে আর না হয় শরিয়তপুরে যেতে হয়। রাজরাজেশ্বর একটি বড় এলাকা। এ ওয়ার্ডে থেকে আরেক ওয়ার্ডে যেতে ট্রলারে দুই ঘন্টা লাগে। মা-খালাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যাবস্থা করে দিবে তারেক রহমান। এ ইউনিয়নের মহিলাদের জন্য এই কার্ডটি অনেক উপকার হবে। তারেক রহমান আপনাদেরকে নিয়ে যে চিন্তা করছে বাংলাদেশের ইতিহাসে কেউ আর এরকম চিন্তা করেনি।

তিনি আরো বলেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে আপনারা অবশ্যই ধানের শীষে ভোট দিবেন। যিনি জেলে উনি জেলে কাড পাবে, যিনি কৃষক উনি কৃষি কার্ড পাবে। ঘরের গৃহকর্ত্তীরা ফ্যামিলি কার্ড পাবে। দুর্নীতির কোন কিছুই রাখবে না তারেক রহমান। আপনাদের এখানে ভোটের একটু সমস্যা আছে এর অর্থ হল ভোট কেন্দ্রে অনেক দূরত্ব। নদীতে যখন জোয়ার থাকব তখন আপনারা ভোট দিতে আসবেন।

ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক সকাল ১০টায় রাজরাজেশ্বর ইউনিয়ন বাঁশগাড়ি বাজার থেকে গণসংযোগ করেন। এরপর তিনি সকাল সোয়া ১০টায় ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের বাঁশগাড়ি বাজার সংলগ্ন উঠান বৈঠক, দুপুর ১টায় ৫নং ওয়ার্ডের পাটওয়ারী বাজার গোয়াল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক করেন।

অপরদিকে বিকেল ৪টায় পৌর ৬নং ওয়ার্ডের কয়লা ঘাট উঠান বৈঠক, বিকেল ৫টায় পৌর ৭নং ওয়ার্ডের উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক, সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর পরিচারনায় রাজরাজেশ্বর ইউনিয়নে বিভিন্ন উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী অ্যাড. জহির উদ্দিন বাবর, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা প্রতিনিধি মুফতি সাব্বির আহমেদ, রাজরাজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজ্জাক চোকদার, আবুল হোসেন প্রধানিয়া, রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওচমান গাজি, সাধারণ সম্পাদক মো. হাসেম চোকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বন্ধুকসী প্রমুখ।

চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদের পরিচালনায় বিকেলে পৌর এলাকায় বক্তব্য রাখেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, পৌর জাতীয় পার্টির নেতা আবুল হাসেম দর্জি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরীন সুলতানা মুক্তা, পৌর ৬নং বিএনপির সভাপতি নজরুল ইসলাম সেকুল, সাধারণ সম্পাদক ফজলু বেপারী, পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মাল, সাধারণ সম্পাদক মো. কবির সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য, ওয়ার্ড মহিলা সমন্বয়ক ফারজানা ফাতেমা রোজী প্রমুখ।

সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। সমিতির সভাপতি আব্দুল বারি জমাদার মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

গণসংযোগ ও উঠান বৈঠককালে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, অ্যাড. মনিরা বেগম চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, শাহাজালাল শেখ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহীন আক্তার শানু, সাধারণ সম্পাদক নাছরিন রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলে কবির চোকদার, সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়া, ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাদ্দাম বেপারী, সাধারণ সম্পাদক সোহেল ঢালীসহ বিএনপি অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

স্টাফ রিপোর্টার/
২৯ জানুয়ারি ২০২৬