চাঁদপুরের কচুয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হলেন খন্দকার আরিবা নাজরী নাবা। সে কচুয়ার প্রাণ কেন্দ্রে অবস্থিত হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। বিজ্ঞান মেধাবী এই শিক্ষার্থীর রোল নং ১।
সম্প্রতি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষার্থী বাছাই অনুষ্ঠানে নিয়মিত শেণিকক্ষে উপস্থিতি, বিভিন্ন জাতীয় ও স্থানীয় দিবসে অংশগ্রহণসহ সার্বিক বিষয়ে এগিয়ে থাকায় তাকে এ পদে মনোনীত করে সম্মাননা সনদ ও পুরস্কার দেয়া হয়।
তার গর্বিত বাবা কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়া ও তার মা ফারহানা আক্তার।
ভবিষ্যতে মেধাবী ছাত্রী খন্দকার আরিবা নাজরী নাবা উচ্চ শিক্ষা গ্রহণের পাশাপাশি একজন প্রকৃত মানুষ হতে সকলের দোয়া কামনা করেছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৮ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur