চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া দাড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৭টায় আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ করেন তিনি। এ সময় পথসভা ও গণসংযোগে বিপুল সংখ্যক সাধারণ ভোটার ও নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে।
গণসংযোগকালে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এডভোকেট মোঃ শাহজাহান মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে এ জনপদের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। লুটপাট, দুঃশাসন ও বৈষম্যের রাজনীতির কারণে সাধারণ মানুষের মৌলিক অধিকার আজ প্রশ্নবিদ্ধ। আমরা ক্ষমতার রাজনীতি করতে আসিনি—আমরা এসেছি জনগণের অধিকার ফিরিয়ে দিতে। দাড়িপাল্লা হচ্ছে ন্যায়, সততা ও ইনসাফের প্রতীক। আপনারা যদি পরিবর্তন চান, একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান—তাহলে দাড়িপাল্লা মার্কায় ও ‘হ্যাঁ’ ভোট দিয়ে আমাদের পাশে থাকুন।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে আশিকাটি ইউনিয়নসহ চাঁদপুর-৩ আসনের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।
এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তামিম খান, চাঁদপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহা: জুবাইয়ের হোসেন খান, আশিকাটি ইউনিয়নে জামায়াত মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অহিদুর রহমান খান উৎপল, ইউনিয়ন জামায়াতের সভাপতি নাছির উদ্দিন, সেক্রেটারি শাহজাহান, জামায়াত নেতা আলমগীর বন্দুকসীসহ জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে স্থানীয় ভোটাররা বলেন, দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটাতে তারা পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন এবং দাড়িপাল্লা মার্কায় ভোট দিতে প্রস্তুত।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া,
২৮ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur