Home / চাঁদপুর / চাঁদপুরে তাফসীরুল কোরআন মাহফিল শুরু আজ
তাফসীরুল

চাঁদপুরে তাফসীরুল কোরআন মাহফিল শুরু আজ

প্রেস বিজ্ঞপ্তি: আজ থেকে চাঁদপুরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) প্রতিদিন বাদ আসর চাঁদপুর শহরের হাসান আলী সরকারি হাইস্কুল মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলের শেষ দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার, চেয়ারম্যান, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চেয়ারম্যান, সেন্ট্রাল শরীআহ বোর্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

প্রথম দিন (২৮ জানুয়ারি, বুধবার)
প্রথম দিনে তাফসীর পেশ করবেন-আওলাদে রাসূল (সা.) সাইয়্যেদ মাহবুব ইজ্জুদ্দীন জাবেরী, হাফেজ মাওলানা সুলাইমান ফারুকী, হযরত মাওলানা আবু বকর মাহমুদ, হযরত মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।

দ্বিতীয় দিন (২৯ জানুয়ারি, বৃহস্পতিবার)

দ্বিতীয় দিনে তাফসীর পেশ করবেন-হযরত মাওলানা ড. মো. হিফজুর রহমান, হযরত মাওলানা আব্দুল্লাহ আল-নোমানী, হযরত মাওলানা হাফেজ আহমাদ আনসারী,হযরত মাওলানা হাফেজ আব্দুল করীম,হযরত মাওলানা খাজা মো. তানভীর,হযরত মাওলানা জহির মনোয়ার।

তৃতীয় দিন (৩০ জানুয়ারি, শুক্রবার)
শেষ দিনে তাফসীর পেশ করবেন- হযরত মাওলানা খাজা মো. অলি উল্লাহ, হাফেজ ক্বারী মাওলানা আজিজ আল কাউসার, হযরত মাওলানা মো. ফখরুল ইসলাম মাসুম, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মোস্তফা।

মাহফিলের উদ্বোধন করবেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আযাদ। মাহফিলে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান, চেয়ারম্যান, হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন। মাহফিল পরিচালনা করবেন সংগঠনের মুহাম্মাদ নুরুল ইসলাম, সেক্রেটারি এবং হাফেজ মাওলানা ওমর ফারুক, যুগ্ম সেক্রেটারি।

তিন দিনব্যাপী এ তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজক হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন। আয়োজকরা সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের মাহফিলে উপস্থিত থেকে তাফসীরুল কোরআনের আলোচনা শ্রবণের জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।