Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ২৬১, চাঁদপুর-২ মতলব দক্ষিণ ও উত্তরে : প্রার্থী ৮ জন ,ভোটার ৫ লাখ ১ হাজার ৬৯ জন .কেন্দ্র ১৫৫,কক্ষ ৯১৮
মতলব দক্ষিণ ও উত্তরে :

২৬১, চাঁদপুর-২ মতলব দক্ষিণ ও উত্তরে : প্রার্থী ৮ জন ,ভোটার ৫ লাখ ১ হাজার ৬৯ জন .কেন্দ্র ১৫৫,কক্ষ ৯১৮

চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও মতলব উত্তর,ছেঙ্গারচর ও মতলব পৌরসভাসহ): এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৬৯ জন। এর মধে নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ৫শ ৭৮ জন এবং পুরুষ ভোটার সংখ্যা -২ লাখ ৬৫ হাজার ৪শ ৮৯ জন। হিজড়া-১ জন।

কেন্দ্র ১শ ৫৫টি এবং কক্ষ ৯শ ১৮টি। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) ৮ জন। মুফতি মানসুর আহমেদ সাকী-ইসলামী আন্দোলন বাংলাদেশ-মনোনীত প্রার্থীর প্রতীক- হাতপাখা। মো.এনামুল হক-বাংলাদেশ নাগরিক ঐক্য- প্রার্থীর প্রতীক- কেটলি।

ড. মো. জালাল উদ্দিন-বিএনপি- প্রার্থীর প্রতীক-ধানের শীষ। বিল্লাল হোসেন মিয়াজী-এলডিপি-মনোনীত প্রার্থীর প্রতীক- ছাতা। এমরান হোসেন মিয়া-জাতীয় পার্টি- প্রার্থীর প্রতীক -লাঙ্গল। নাসিমা নাজনীন-লেবার পার্টি- প্রার্থীর প্রতীক- আনারস। মো. ফয়জুন্নুর-বাংলাদেশ রিপাবলিকান পার্টি- প্রার্থীর প্রতীক- হাতি। মো.গোলাফ হোসেন-গণ অধিকার পরিষদ- প্রার্থীর প্রতীক-ট্রাক।

নির্বাচন কমিশনের ভিত্তিক সিদ্ধান্ত মতে, এ আসনের মতলব উত্তর ও ছেংগার পৌরসভার ভোটার সংখ্যা-২ লাখ ৯৩ হাজার ৪শ’ ৪৫ জন্। পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৯শ ৮০ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৪শ ৪৬ জন। হিজড়া- ১ জন।

কেন্দ্র সংখ্যা- ৯৮টি এবং কক্ষ সংখ্যা- ৫শ ৩৬টি। ফলে-৯৮ জন প্রিজাইডিং অফিসার,৫শ ৩৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৭২ জন পোলিং অফিসার,প্রতি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের গানম্যান ১জন, অস্ত্রধারী পুলিশ ২ জন, নিরস্ত্র পুলিশ ৩ জন, আনসার সদস্য-৬ জন, নারী সদস্যা – ৪ জন এবং গ্রাম পুলিশ ২ জন মোট ১৮ জন এ আসনের প্রতিটি কেন্দ্রে গণভোট ও সংসদ সদস্য নির্বাচনে এবার ভোটগ্রহণ কাজে নিয়োজিত থাকবেন।

এ আসনের মতলব দক্ষিণ ও মতলব পৌরসভার ভোটার সংখ্যা-২ লাখ ৭ হাজার ৬শ’ ২৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৬ হাজার ৫শ ৯ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ১ হাজার ১ শ ১৪ জন। কেন্দ্র সংখ্যা- ৫৭টি এবং কক্ষ সংখ্যা- ৩শ ৮২টি।

ফলে- ৫৭ জন প্রিজাইডিং অফিসার,৩ শ ৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার,৭শ ৬৪ জন পোলিং অফিসার,প্রিজাইডিং অফিসারের গানম্যান ১ জন,অস্ত্রধারী পুলিশ ২ জন, নিরস্ত্র পুলিশ ৩ জন, আনসার সদস্য-৬ জন, নারী সদস্যা -৪ জন এবং গ্রাম পুলিশ ২ জন-মোট ১৮ জন এ আসনের প্রতিটি কেন্দ্রে গণভোট ও সংসদ সদস্য নির্বাচনে এবার ভোটগ্রহণ কাজে নিয়োজিত থাকবেন।

আবদুল গনি
২৮ জানুযারি ২০২৬
এ জি