Home / চাঁদপুর / ২৬২, চাঁদপুর-৩-চাঁদপুর সদর-হাইমচর আসনে প্রার্থী ৭ জন, ভোটার ৫ লাখ ৪৬ হাজার ৩শ ৩০ জন : কেন্দ্র ১১০,কক্ষ ৬৩৬
haim

২৬২, চাঁদপুর-৩-চাঁদপুর সদর-হাইমচর আসনে প্রার্থী ৭ জন, ভোটার ৫ লাখ ৪৬ হাজার ৩শ ৩০ জন : কেন্দ্র ১১০,কক্ষ ৬৩৬

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর ও পৌরসভাসহ) : এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৪৬ হাজার ৩শ ৩০ জন। এর মধে নারী ভোটার ২ লাখ ৬৩ হাজার ৬শ ৪২ জন এবং পুরুষ ভোটার সংখ্যা-২ লাখ ৮২ হাজার ৭শ ৬ জন। কেন্দ্র ১শ ৬৫টি এবং কক্ষ ৯শ ৯৪ টি। হিজড়া-২ জন। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) সংসদীয় আসন ৭ জন প্রার্থী।

শেখ ফরিদ আহমেদ মানিক-বিএনপি- প্রার্থীর প্রতীক- ধানের শীষ। এ্যাড.শাহাজাহান মিয়া-জামায়াত ইসলামী- প্রার্থীর প্রতীক- দাঁড়িপাল্লা। শেখ জয়নাল আবদিন-ইসলামী আন্দোলন বাংলাদেশ- প্রার্থীর প্রতীক- হাতপাখা। এ এইচ এম আহসান উল্লাহ-ইসলামী ফ্রন্ট- প্রার্থীর প্রতীক- মোমবাতি। সাংবাদিক জাকির হোসেন-গণ অধিকার পরিষদ-প্রার্থীর প্রতীক-ট্রাক।

কমরেড জাহাঙ্গীর হোসেন-কমিউনিস্ট পার্টি- প্রার্থীর প্রতীক- কাস্তে। এ্যাড.সেলিম আকবর-গণফোরাম-প্রার্থীর প্রতীক -উদয়মান সূর্য।

নির্বাচন কমিশনের ভিত্তিক সিদ্ধান্ত মতে, এ আসনের চাঁদপুর সদর ও পৌরসভার কেন্দ্র সংখ্যা- ১শ ৩৩টি এবং কক্ষ সংখ্যা- ৭শ ৯৭টি। ফলে- ১শ ৩৩ জন প্রিজাইডিং অফিসার, ৭শ ৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৫শ ৯৪ জন পোলিং অফিসার, প্রতি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের গানম্যান ১ জন, অস্ত্রধারী পুলিশ ২ জন, নিরস্ত্র পুলিশ ৩ জন ,আনসার সদস্য-৬ জন, নারী সদস্যা – ৪ জন এবং গ্রাম পুলিশ ২ জন-মোট ১৮ জন এ আসনের প্রতিটি কেন্দ্রে গণভোট ও সংসদ সদস্য নির্বাচনে এবার ভোটগ্রহণ কাজে নিয়োজিত থাকবেন। এ আসনের হাইমচরের ভোটার সংখ্যা- ১ লাখ ৪ হাজার ৪শ’৩৮ জন্।

পুরুষ ভোটার ৫৪ হাজার ৩ শ ৪৪ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৫০ হাজার ৯৩ জন। কেন্দ্র সংখ্যা- ৩২টি এবং কক্ষ সংখ্যা- ১শ ৯৭ টি। ফলে- ৩২ জন প্রিজাইডিং অফিসার, ১শ ৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার,৩শ ৯৪ জন পোলিং অফিসার,প্রতি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের গানম্যান ১ জন,অস্ত্রধারী পুলিশ ২ জন,নিরস্ত্র পুলিশ ৩ জন, আনসার সদস্য-৬ জন, নারী সদস্যা -৪ জন এবং গ্রাম পুলিশ ২জন-মোট ১৮ জন এ আসনের প্রতিটি কেন্দ্রে গণভোট ও সংসদ সদস্য নির্বাচনে এবার ভোটগ্রহণ কাজে নিয়োজিত থাকবেন।

আবদুল গনি
২৮ জানুযারি ২০২৬
এ জি