দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনে স্টাফ রিপোর্টার (চাঁদপুর) হিসেবে যোগদান করেছেন সাংবাদিক ইব্রাহীম রনি। গত ১ ডিসেম্বর তিনি যমুনা টেলিভিশনে যোগদান করেন। সেদিন তিনি যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেস্ক ইনচার্জ আসিফ আহসানুল।
এ প্রসঙ্গে ইব্রাহীম রনি বলেন, সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘ ১০ বছর দীপ্ত টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার পেশা ও নেশা সাংবাদিকতা। তাই পদোন্নতিসহ সংবাদভিত্তিক টেলিভিশনে যোগদান করেছি। এটি আমার জন্য সম্মানজনক ও চ্যালেঞ্জিং একটি নতুন অধ্যায়। যমুনা টেলিভিশনে আমাকে স্টাফ রিপোর্টার (চাঁদপুর) হিসেবে নিয়োগ দেওয়ায় কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ।
আশা করি, এ দায়িত্ব সুচারুভাবে পালনে প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহযোগিতা অব্যাহত রাখবেন। আমিও চেষ্টা করবো, চাঁদপুর জেলার সমস্যা, সম্ভাবনা, ব্যবসা, রাজনীতি, অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরতে।
সাংবাদিক ইব্রাহিম রনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে অনার্স, মাস্টার্স এবং এলএলবি সম্পন্ন করেন। ছাত্রাবস্থা থেকে তিনি সাহিত্য চর্চার মধ্য দিয়ে লেখালেখি শুরু করেন।
পরবর্তীতে তিনি ২০০৬ সাল থেকে স্থানীয় সংবাদপত্রে কাজ শুরু করেন। ২০১০ সালে দৈনিক চাঁদপুর প্রতিদিন এর প্রতিষ্ঠাকালীন বার্তা সম্পাদক হিসেবে যোগদান করে দীর্ঘ নয় বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এরই মধ্যে ২০১৩ সালে তিনি দ্য ডেইলি ঢাকা ট্রিবিউন এবং পরবর্তীতে বাংলা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ২০১৫ সালে দীপ্ত টিভির শুরু থেকে ২০২৫ সাল পর্যন্ত চাঁদপুর জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। ২০১৯ সাল থেকে তিনি চাঁদপুর প্রতিদিন এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি স্থানীয় ও জাতীয় আরও কয়েকটি সংবাদ মাধ্যমে কাজ করেছেন।
তিনি চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিজস্ব প্রতিবেদক/
২৭ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur