Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জে গায়েবানা জানাযা থেকে আটক দু’জনের কারাদণ্ড
Karadondo
প্রতীকী

হাজীগঞ্জে গায়েবানা জানাযা থেকে আটক দু’জনের কারাদণ্ড

চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলায় মুজাহিদ ও সাকা চৌধুরীর গায়েবানা জানাজার দায়ে শিক্ষকসহ দুই জামায়াতকর্মীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

হাজীগঞ্জ উপজেলা চত্বরে রবিবার দুপুর ১টায় নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- হাজীগঞ্জ আল-কাউছার ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক গোলাম ফারুক ইয়াহিয়া (৪৩) ও বলিয়া গ্রামের জামায়াতকর্মী জাকির হোসেন (৬৬)।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন জানান, রবিবার ভোর ৬টায় পুলিশি টহলরত অবস্থায় হাজীগঞ্জ পৌরসভার পশ্চিম মকিমাবাদে আল-কাউসার স্কুল ও ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে গায়েবানা জানাজার নামাজ আদায় করছিলেন জামায়াতকর্মীরা। এ সময় দু’জনকে আটক করা হয়। গায়েবানা নামাজের জানাজায় অংশ নেওয়া আরও কয়েকজন জামায়াতকর্মী পালিয়ে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে  জানান, বিনা অনুমতিতে গায়েবানা জানাজা ও সমাবেশ করার অপরাধে এ দণ্ড দেওয়া হয়েছে।’

নিউজ ডেস্ক : আপডেট: ১১:৫৫ পিএম, ২২ নভেম্বর ২০১৫, রোববার

ডিএইচ