Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে চায়ের দোকানদারকে ছুরিকাঘাত, অভিযুক্ত আটক
চায়ের

ফরিদগঞ্জে চায়ের দোকানদারকে ছুরিকাঘাত, অভিযুক্ত আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে চাঁদার টাকা না পেয়ে এক বৃদ্ধ চায়ের দোকানদারকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত অবস্থায় ওই দোকানদারকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামে ফজল বেপারি বাড়ির সামনে বায়তুল আমান জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আব্দুল মোতালেব গাজী (৬৬)। তিনি মৃত চাঁন মিয়া গাজীর ছেলে এবং স্থানীয়ভাবে একজন চায়ের দোকানদার হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, একই এলাকার ফজল বেপারি বাড়ির আলম বেপারির ছেলে মেহেদী হাসান (২৫) দীর্ঘ কয়েকদিন ধরে আব্দুল মোতালেবের কাছে চাঁদা দাবি করে আসছিল। মঙ্গলবার দুপুরে চায়ের দোকানে এসে ফের চাঁদার টাকা দাবি করে সে। টাকা দিতে অস্বীকৃতি জানালে হঠাৎ করে ছুরি দিয়ে আব্দুল মোতালেবের পিঠে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত আব্দুল মোতালেবের ছোট ভাই হুমায়ূন কবির বলেন, “আমার বড় ভাই দীর্ঘদিন ধরে এখানে চায়ের দোকান চালিয়ে আসছেন। মেহেদী কিছুদিন ধরে তার কাছে চাঁদা দাবি করছিল। আজ দোকানে এসে কোনো কথা না শুনেই ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।”

ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আব্দুল মোতালেবকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অন্যদিকে ঘটনার পরপরই এলাকাবাসী ধাওয়া করে অভিযুক্ত মেহেদী হাসানকে গৃদকালিন্দিয়া বাজার এলাকা থেকে আটক করে। পরে খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় আহতের ছোট ভাই হুমায়ূন কবির বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ফরিদগঞ্জ থানার তদন্ত ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

প্রতিবেদক: শিমুল হাছান,
২৭ জানুয়ারি ২০২৬