চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে চাঁদপুর শহরের পুরান বাজার লোহার পোল এলাকা থেকে শুরু করে লবণ পট্টি, চাল পট্টি, ডাল পট্টি, মসলা পট্টি, কাপড় পট্টি, সুতা পট্টি, লোহার পট্টি, কাঠ পট্টি, মাছ পট্টি, সবজি পট্টি, গুড় পট্টি, তেল পট্টি, নারিকেল পট্টি, চিনি পট্টি, রঙ পট্টি, দড়ি পট্টি, কাঁচামাল পট্টি ও পুরাতন মাল পট্টিসহ ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেন তিনি।
গণসংযোগকালে এডভোকেট শাহজাহান মিয়া ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়ন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত চাঁদপুর গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে থাকা নেতা-কর্মীরাও দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ চালান।
গণসংযোগের শুরুতে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এডভোকেট শাহজাহান মিয়া বলেন,চাঁদপুরের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য ও অবহেলার শিকার। আমরা ক্ষমতার রাজনীতি নয়, জনকল্যাণের রাজনীতি করতে চাই। নির্বাচিত হলে সবার আগে ব্যবসায়ীদের নিরাপত্তা, ন্যায্য অধিকার এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে কাজ করব। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িপাল্লা প্রতীক হচ্ছে জনগণের ন্যায়বিচারের প্রতীক।
তিনি আরও বলেন,এই নির্বাচন শুধু একটি আসনের নয়, এটি একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লড়াই। তাই আমি সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে এবং ‘হ্যাঁ’ ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানাই।
গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব তামিম খান, খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মোঃ নোয়াইম, জামায়াতে ইসলামী চাঁদপুর শহর সেক্রেটারী বেলায়েত হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, যুব বিভাগের সহ-সভাপতি আরিফ হোসাইন, সিনিয়র সাংবাদিক এ এম ইদ্রিস খানসহ ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া,
২৭ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur