Home / চাঁদপুর / কমিউনিস্টরা আজীবন লড়াই করবে ভোট পাবেনা-এটা হতে পারেনা : কমরেড জাহাঙ্গীর
jaha===

কমিউনিস্টরা আজীবন লড়াই করবে ভোট পাবেনা-এটা হতে পারেনা : কমরেড জাহাঙ্গীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি যুবনেতা,লেখক ও শিক্ষক নেতা কমরেড মো.জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার সমর্থনে ২৬ জানুয়ারি, রবিবার চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকা, পাল বাজার ও চৌধুরী ঘাটে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে প্রার্থীর সাথে অন্যান্যের মধ্যে অংশ নেন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড দিপালী রানী দাস,জেলা কমিউনিস্ট পার্টির সদস্য চন্দ্র শেখর মজুমদার , জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস, ছাত্র ইউনিয়নের জেলার সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন ও সাবেক ছাত্র নেতা প্রণব ঘোষ।

গণসংযোগকালে এমপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, কমিউনিস্টরা এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আজীবন লড়ছে। মানুষের সংকট লাঘবে লড়াই-সংগ্রামে কমিউনিস্টদেরকেই মাঠে দেখা যায়।

দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে কমিউনিস্টরাই সরব। তাই কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে আমাকে কাস্তে মার্কায় ভোট দিন। মানুষের অধিকার আদায়ের কাজকে আরও শক্তিশালী করতে কাস্তে মার্কায় ভোট প্রদানই আপাতত গুরুত্বপূর্ণ পন্হা। কমিউনিস্টরা আজীবন লড়াই করবে ভোট পাবেনা-এটা হতে পারেনা। মানুষের জান-মালের নিরাপত্তার সংগ্রামে বামপন্হীরাই সর্বদা সরব।

আবদুল গনি
২৭ জানুযারি ২০২৬
এ জি