চাঁদপুর জেলা পুলিশের চৌকস সদস্যদের সম্মানে ব্যতিক্রমধর্মী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চাঁদপুরের সুনামধন্য নৃত্য সংগঠন সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের আয়োজনে এই সংবর্ধনার শিরোনাম ছিল ‘গ্র্যান্ড স্যালুট টু পুলিশ ফোর্স’। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান ও নাদীরা নুর। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত।
সপ্তরূপা নৃত্যশিক্ষালয়ের সভাপতি হারুন অর রশিদ জাকির বন্দুকশীর সভাপতিত্বে এবং সহ-নৃত্য পরিচালক প্রান্তসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সাধারণ সম্পাদক গোলাম হোসেন টিটু, নারী সমাজসেবিকা মাহমুদা খানম, নাঈমা মোশারফ ও সেলিনা রহমান লিপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার রবিউল হাসান বলেন, আমি প্রায় ২০ বছর ধরে পুলিশে চাকরি করছি। কখনো ভাবিনি কোনো নৃত্য সংগঠন আমাদের পুলিশকে এভাবে সংবর্ধনা দেবে। বাংলাদেশের কোনো সরকার বা সমাজ এভাবে পুলিশের পরিশ্রম ও ত্যাগকে মূল্যায়ন করেনি।
তিনি বলেন,পুলিশের কর্মঘাম ও পরিশ্রম অনেক সময়ই মানুষের চোখে পড়ে না। কিন্তু আজ আপনারা যে সম্মান দেখালেন, তাতে বোঝা গেল পুলিশদেরও কেউ ভালোবাসে। আপনারা আমাদের ভালোবাসার বন্ধনে বেঁধে দিয়েছেন। এই সম্মান আমাদের আরও বেশি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।
তিনি আরো বলেন, আমরা যদি মানুষের মনের কথা আন্তরিকভাবে শুনতে পারি, তাহলে সাধারণ মানুষ পুলিশের প্রতি আরও বেশি আস্থা ও গুরুত্ব দেবে। অনেকেই পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন, কিন্তু পুলিশের ভেতরে অসংখ্য সৎ ও নিষ্ঠাবান সদস্য রয়েছেন, যারা নীরবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে জেলার সাত উপজেলার সাতজন এবং ট্রাফিক বিভাগের একজন চৌকস ও ন্যায়পরায়ণ কনস্টেবলকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন, সদর মডেল থানা কর্মরত ৭৮৪ মো. মহসিন ভূইয়া, হাইমচর থানা কর্মরত ৭৬৩ সঞ্জয় কুমার কির্তনীয়া, ফরিদগঞ্জ থানা কর্মরত ৪৫০ মো. নাহির হোসেন আখন্দ, মতলব দক্ষিণ থানা কর্মরত ১৯৪ মো. জোয়াহেব আলী, মতলব উত্তর থানায় কর্মরত ২৪৬ মো. মাঈনুল আলম, হাজীগঞ্জ থানায় কর্মরত ৭৫৭ নুর মোহাম্মদ, কচুয়া থানায় কর্মরত ৪২৭ মো. আবু তাহের, ট্রাফিক বিভাগে কর্মরত ১৩২ মো. হেলাল হোসেন।
তাদের সততা, দায়িত্বনিষ্ঠা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানটি চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উপস্থিত অতিথিদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়ায়।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/
২৫ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur