Home / চাঁদপুর / চাঁদপুর জেলা পরিষদের আধুনিক ডাক বাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
জেলা পরিষদের

চাঁদপুর জেলা পরিষদের আধুনিক ডাক বাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে ৬তলা বিশিষ্ট আধুনিক ডাক বাংলো ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড় সংলগ্ন স্থানে এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ছয়তলা ফাউন্ডেশনের এই আধুনিক ডাক বাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো:কবির হোসেন সরদার, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ,সাবেক সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর জেলা পরিষদের প্রকৌশলী মোঃ শাহদাত হোসেন চৌধুরী, চাঁদপুর জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন আহমেদ রাসেল, জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহামায়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ আব্দুল্লাহ। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ২১৮ টাকা।নির্মাণকাজের ঠিকাদারি দায়িত্ব পেয়েছে টেকবে ইন্টারন্যাশনাল কোম্পানি।

এসময় জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর জেলার প্রশাসনিক ও অতিথি সেবার মান উন্নয়নে এই আধুনিক ডাক বাংলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যে টেকসই ও মানসম্মত কাজ সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, সরকারি অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাই কাজের প্রতিটি ধাপ যথাযথভাবে তদারকি করা হবে। বক্তব্য শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে মান বজায় রেখে কাজ সম্পন্ন করার কঠোর নির্দেশনা প্রদান করেন।

নিজস্ব প্রতিবেদক/
২৫ জানুয়ারি ২০২৬