আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি যুবনেতা,লেখক ও শিক্ষক নেতা কমরেড মো.জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার সমর্থনে ২৪ জানুয়ারি,শনিবার চাঁদপুর সদরের পূর্বাঞ্চলে গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগে অন্যান্যের মধ্যে অংশ নেন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড দিপালী রানী দাস,জেলা কমিউনিস্ট পার্টির সদস্য ডা. শ্যামল চন্দ্র ঘোষ, জেলা কৃষক নেতা মো. মোশতাক আহম্মেদ, কৃষক নেতা শিব সংকর দাস ও আশিস সরকার, জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস, ছাত্র ইউনিয়নের জেলার সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, মো. শাহিন, মো. রফিক পাটওয়ারী, জসিম উদ্দিন, মামুন হোসেন।
এমপি প্রার্থী কমরেড মো.জাহাঙ্গীর হোসেন বলেন,‘ প্রতিবারই নির্বাচন সামনে রেখে বেকারদের কর্মসংস্থান ব্যবস্হা করবে বলে বিভিন্ন দলের প্রার্থীরা প্রতিশ্রুতি দেন। অথচ ক্ষমতায় গিয়ে কেউ কথা রাখেনি। বরং কল-কারখানা লোকসানের নামে বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে। ’

লক্ষ লক্ষ বেকার যোগ হচ্ছে প্রতি বছর।তাই কোটি কোটি যুবক বেকার। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কর্মসংস্থানের বিকল্প নেই।পাশাপাশি দুর্নীতি-লুটপাট, বৈষম্য নিরসন করতে হবে। এর একমাত্র সমাধান দিতে পারবে বামপন্হীরা। তাই কাস্তে মার্কায় ভোট দিয়ে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করার পথ রচনা করতে হবে।
তিনি আরও বলেন,‘ সরকার অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট দমন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গ্যাস সিলিন্ডারের দাম অসৎ ব্যবসায়ীরা দ্বিগুণ করেছে। যারা ব্যবসায়ী সিন্ডিকেট এদের খুঁজে বের করা হোক। এরা কাদের আশ্রয়-প্রশ্রয়ে আছে তাদেরকেও আইনের আওতায় আনা হোক। ’
২৫ জানুযারি ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur