Home / চাঁদপুর / ইঞ্জিন ত্রুটিতে চাঁদপুরে আটকে গেল মেঘনা এক্সপ্রেস, দুর্ভোগে যাত্রীরা

ইঞ্জিন ত্রুটিতে চাঁদপুরে আটকে গেল মেঘনা এক্সপ্রেস, দুর্ভোগে যাত্রীরা

চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিনের ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। এতে করে চাঁদপুর রেলওয়ে স্টেশনে বহু যাত্রী দীর্ঘ সময় আটকা পড়েন এবং ভোগান্তিতে পড়েন।

চাঁদপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোর ৫টায় মেঘনা এক্সপ্রেসের চাঁদপুর থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যাত্রার আগেই ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে ট্রেনটি প্লাটফর্মেই দাঁড়িয়ে থাকে। পরে চট্টগ্রাম থেকে আরেকটি ইঞ্জিন এসে ক্রুটিপূর্ন ইঞ্জিনসহ শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ ইং সকাল ১১ টায় চট্টগ্রামের উদ্দেশ্যে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে প্লাটফর্মের স্টেশন মাস্টার সোয়েবুর রহমান জানান, ইঞ্জিনের ত্রুটির কারণে ট্রেনটি সময়মতো ছেড়ে যাওয়া সম্ভব হয়নি। পরে বিকল্প ব্যবস্থা হিসেবে চট্টগ্রাম থেকে নতুন ইঞ্জিন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন ইঞ্জিন এসে বগিগুলো সংযুক্ত করার পর সকাল আনুমানিক ১১টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এদিকে দীর্ঘ অপেক্ষার কারণে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে দেখা যায়। অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে দ্রুত সমস্যা সমাধান ও নিয়মিত ট্রেন চলাচল নিশ্চিত করার দাবি জানান।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
২৪ ডিসেম্বর ২০২৬