Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / ‘ইসলামী আন্দোলন নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়নে কাজ করবো’
ইসলামী

‘ইসলামী আন্দোলন নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়নে কাজ করবো’

সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমোনাই মনোনিত ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী পাটওয়ারী। 

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার জন্য নয়, ইসলাম দেশ ও জাতীর জন্য কাজ করে।

তিনি বলেন, যেহেতু ইসলামী আন্দোলন ইসলাম, দেশ ও মানবতা নিয়ে কাজ করে। সেহেতু আমি ও আমার দল নির্বাচিত হলে দলের লক্ষ্য ও উদ্দেশ্য এবং হাজীগঞ্জ ও শাহরাস্তির উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করবো।

হাজীগঞ্জের যানজটের কথা উল্লেখ করে তিনি বলেন, সকলের সহযোগিতায় যানজট নিরসন, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত এবং দুর্নীতি, সন্ত্রাস ও কিশোর গ্যাং’সহ সকল ধরনের সামাজিক অপরাধ নিমূল করা হবে।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, ছাত্রনেতা ইমরান মাজহারী। এসময় প্রার্থীর পক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন, ইমতিয়াজ আহমেদ সজল।

এসময় দলীয় নেতৃবৃন্দের মধ্যে ইমদাদুল হক সুমন মোল্লা, জামাল উদ্দিন মিয়াজী, আলহাজ্ব মোরশেদ আলম, খোরশেদ আলম সর্দার, নেছার উদ্দিন, নূরে আলম সিদ্দিকী, আব্দুস সালাম, আকতার হোসেন নিপু, জামাল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন’সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
২২ জানুয়ারি ২০২৬

About Chandpur Times

This is user group of Chandpur Times Content Editor. this profile use Content Editor Team. Chandpur Times newspaper is the largest and most popular Bengali local news portal of Bangladesh.Always published real story of society and environment.