চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিম গন্ধর্ব্যপুর গ্রামের প্রবাসী যুবক মো. মহিন উদ্দিন (৩২) সৌদি আরবে ইন্তেকাল করেছেন। সোমবার (১২ জানুয়ারি) সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি… ইলাইহি রাজিউন)।
মো. মহিন উদ্দিন পশ্চিম গন্ধর্ব্যপুর গ্রামের ফকির মোহাম্মদ বেপারী বাড়ির বাসিন্দা ও শাহজাহানের ছেলে। জীবিকার সন্ধানে কয়েক বছর আগে তিনি সৌদি আরবে যান এবং সেখানে একজন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে আসে। একই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরাও তার মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেন।
প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরহুমের মরদেহ দেশে পাঠানো হয়। মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শেষবারের মতো এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় করেন স্থানীয়রা।
বুধবার সকাল ১১টায় মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মো. মহিন উদ্দিনের অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২২ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur