Home / চাঁদপুর / চাঁদপুরে পাঁচটি আসনে ৩৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
আসনে

চাঁদপুরে পাঁচটি আসনে ৩৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ৩৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে।

এরমধ্যে চাঁদপুর-১ আসনে ৬ জন, চাঁদপুর-২ আসনে ৮ জন, চাঁদপুর-৩ আসনে ৭ জন, চাঁদপুর-৪ আসনে ৮ জন, চাঁদপুর-৫ আসনে ৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ হচ্ছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুল ইসলাম সরকার।

এদিকে প্রার্থীরা নেতা কর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জড়ো হন চাঁদপুর-৩ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও চাঁদপুর-২ আসনের বিএনপির প্রার্থী ড. মো. জালাল উদ্দিনসহ বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের প্রার্থীরা। এতে করে প্রার্থী ও নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।

এছাড়া সকাল সাড়ে দশটায় প্রার্থীদের সাথে মতবিনিময় করেন রিটার্নিং অফিসার। এ সময় তিনি প্রার্থীদের আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা করার আহ্বান জানান।

প্রতিবেদক: শরীফুল ইসলাম 
২১ জানুয়ারি ২০২৬