ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৮ জন প্রার্থী। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী লড়াই। তবে এ আসনে ৮ প্রার্থী নির্বাচন করলেও নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা করছেন ভোটাররা।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকার প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন।
ডাকাতিয়া নদীবেষ্টিত এই সংসদীয় আসনের চাঁদপুর -৪ ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নান (চিংড়ি), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুকবুল হোসাইন (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী মাহমুদ আলম (লাঙ্গল), গণফোরামের প্রার্থী মুনির চৌধুরী (উদীয়মান সূর্য), ইসলামী ফ্রন্টের প্রার্থী আব্দুল মালেক বুলবুল (মোমবাতি) এবং স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন (ফুটবল)।
একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদগঞ্জ উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ১১৮টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬’শ ৩১ জন। ভোটারদের মধ্যে নারী-পুরুষের অংশগ্রহণ উল্লেখযোগ্য বলে জানিয়েছে নির্বাচন অফিস।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহার শেষে ৪ জন প্রার্থী বাদ পড়েন। ফলে চূড়ান্তভাবে ৮ জন প্রার্থী নির্বাচনী মাঠে টিকে থাকেন।
প্রতীক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকার বলেন, “আমরা একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর। নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে সবাইকে প্রচার ও প্রচারণা চালানোর অনুরোধ জানাচ্ছি। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রার্থী, রাজনৈতিক দল, প্রশাসন ও ভোটারদের সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীদের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন স্থানে নিজ নিজ প্রার্থীর পক্ষে মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে ফরিদগঞ্জের রাজপথ।
প্রতিবেদক: শিমুল হাছান,
২১ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur