Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ১০ দলীয় জোটের প্রার্থী আবু নছর আশরাফী
প্রার্থী
মুহাদ্দিস আবু নছর আশরাফী

কচুয়ায় ১০ দলীয় জোটের প্রার্থী আবু নছর আশরাফী

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চাঁদপুর-১ কচুয়া আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে চমক দেখলেন বাংলাদেশ জামায়েত ইসলামের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। এর আগে কচুয়ায় গত বুধবার ১০ দলীয় আসনে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত প্রার্থী মুফতি আনিছুর রহমান কাসেমী মনোনীত হয়েছিলেন। এ নিয়ে কচুয়ায় জামায়েত ইসলামের সমর্থিত নেতাকর্মীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছিল।

পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলাবার চাঁদপুর জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত প্রার্থী মুফতি আনিছুর রহমান কাসেমী জামায়েত মনোনীত প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়ে তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

প্রার্থীতা প্রত্যাহার করে মুফতি আনিসুর রহমান কাসেমী বলেন, জোটের স্বার্থে সিদ্ধান্ত মেনে নিয়েছি। তবে ভবিষতে দল ও জোটের স্বার্থে আমি কাজ করে যাব।

এ বিষয়ে জামায়েত ইসলামের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন, বৃহত্তর রাজনীতিক ঐক্য ও জোটগত স্বার্থকে প্রাধান্য দিয়ে কেদ্রীয় নেতৃত্বের প্রতি সম্মান রেখে মুফতি আনিসুর রহমান কাসেমী আমাকে সমর্থন দিয়েছেন। আগামী ১২ই ফেব্রুয়ারী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কচুয়া উপজেলা গঠনে কাজ করবো।

প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় মুফতি আনিসুর রহমান কাসেমীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন, কচুয়ার বিতারা ইউনিয়ন জ¥মায়েত ইসলামী মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিনের বাংলাদেশ জামায়েতে ইসলামী অন্যতম সদস্য মুফতি মাসুম বিল্লাহ মাদানী। তিনি বলেন, আমার বিশ্বাস মুফতি আনিসুর রহমান কাসেমী যে মহতী সিদ্ধান্ত নিয়েছেন, তা খুবই প্রসংসনীয়। আমরা মুফতি আনিসুর রহমান কাসেমীসহ সকলের সহযোগিতায় আগামী ১২ ফেব্রুয়ারী জামায়েত ইসলামের মনোনীত দাঁড়িপালাøার প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী কে ভোট দিয়ে এমপি নির্বাচিত কবরো।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
২০ জানুয়ারি ২০২৬