ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৫জন প্রার্থী। এসব আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৭০জন। মনোনয়নপত্র জমা দেন ৪৬জন। বৈধ প্রার্থী ছিলেন ৩০জন। ১৬ জনের প্রার্থীতা বাতিল হয়। আপিলে প্রার্থীতা ফেরত পান ১১জন। প্রার্থীতা প্রত্যাহার করেন ৬জন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, চাঁদপুর-১ (কচুয়া): এই আসনে মননোয়নপত্র সংগ্রহ করেন ১৫জন। জমা দিয়েছে ৭জন। বৈধ প্রার্থীর সংখ্যা ছিলো ৪ জন। বাতিল হয় ৩জন। আপিলে ফেরৎ প্রার্থীর সংখ্যা ৩জন। একজন প্রত্যাহারের পরে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছে ৬জন।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ): এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২০জন। জমা দিয়েছে ১২জন। বৈধ প্রার্থীর সংখ্যা ছিলো ৫জন। বাতিল হয় ৭জন। আপিলে ফেরৎ প্রার্থীর সংখ্যা ৫জন। দুইজন প্রত্যাহারের পরে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছে ৮জন।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর): এই আসনে মননোয়নপত্র সংগ্রহ করে ৯জন। জমা দিয়েছে ৯জন। বৈধ প্রার্থীর সংখ্যা ছিলো ৮জন। বাতিল হয় ১জন। আপিলে ফেরৎ প্রার্থীর সংখ্যা ১জন। দুইজন প্রত্যাহারের পরে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছে ৭জন।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ): এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৫জন। জমা দিয়েছে ১০জন। বৈধ প্রার্থীর সংখ্যা ছিলো ৬জন। বাতিল হয় ৪জন। আপিলে ফেরৎ প্রার্থীর সংখ্যা ২জন। বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা ৮জন।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি): এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করে ১১জন। মনোনয়নপত্র জমা দেন ৮জন। বৈধ প্রার্থীর সংখ্যা ৭জন। বাতিল হয় ১জন। একজন প্রত্যাহারের পরে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছে ৬জন।
এসব আসনের মধ্যে বিএনপির একক প্রার্থী থাকলেও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দলটির প্রতিদ্বন্দ্বি রয়েছেন বিদ্রোহী প্রার্থী এম এ হান্নান।
এছাড়াও ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনিসুর রহমান শেষ দিনে তার প্রার্থীতা প্রত্যাহার করেন। যার ফলে এই আসনে এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াত প্রার্থী আবু নসর মো. মকবুল আহমদ।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
২০ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur