ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৩ লাখ ৭৩ হাজার ৩শ ৯৮ জন ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ১ লাখ ৯৬ হাজার ৬ শ ২৫ জন ভোটার ইতোমধ্যে কিউআর কোড স্ক্যান করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,পোস্টাল ব্যালটে নিবন্ধনকারী এ প্রবাসী ভোটাররা ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করে ব্যালট দেশে পাঠাতে পারবেন।
প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক‘ওসিভি-এসডিআই’প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, এ পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার ৩শ ৯৮ জন প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট গেছে। তবে সঠিক ঠিকানা না দেয়ায় বা ভোটারকে ঠিকানায় না পাওয়ার কারণে ৫ হাজার ১শ ২৬টি ব্যালট দেশে ফেরত এসেছে।’
এর আগে নির্বাচন কমিশন ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছিল। ইসির তথ্য অনুযায়ী,‘পোস্টাল ভোট বিডি’অ্যাপের মাধ্যমে দেশ ও বিদেশ মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজার ৬শ ৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।
নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,প্রতীক বরাদ্দের পর পোস্টাল ব্যালটে ভোট দিয়ে তা ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে।
২০ জানুয়ারি ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur