মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধ মাছ শিকার রোধে বিশেষ কম্বিং অপারেশনেরর অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার মেঘনা নদীর বোরচর ও আমিরাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে নদীতে অবৈধভাবে স্থাপিত তিনটি বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। এ সময় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল অভিযানে সহায়তা করে। এছাড়া উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন।
উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানায়, মেঘনা নদীর জীববৈচিত্র্য রক্ষা ও দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে অবৈধ জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকলে নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জেলেদের দীর্ঘমেয়াদি স্বার্থ সংরক্ষিত হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও নদী ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
নিজস্ব প্রতিবেদক/
১৯ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur