Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ-রায়পুর সড়কে ১০টি মোটরসাইকেল জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা
সড়কে

ফরিদগঞ্জ-রায়পুর সড়কে ১০টি মোটরসাইকেল জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ফরিদগঞ্জে নিয়মিত যানবাহন তল্লাশি ও অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদগঞ্জ–রায়পুর আঞ্চলিক সড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যবহার নিশ্চিত করতে বিশেষভাবে নজর দেওয়া হয়।

এ সময় কাগজপত্রবিহীন ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি বিভিন্ন অনিয়মের কারণে প্রায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ফরিদগঞ্জ ট্রাফিক পুলিশের টি.এস.আই মো. মোশারফ হোসেন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই আজকের এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।কাগজপত্রবিহীন ও ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান চলাকালে ফরিদগঞ্জ থানার এসআই পিয়াস বড়ুয়া, ট্রাফিক পুলিশের টি.এস.আই মো. মোশারফ হোসেন, এএসআই মো. নজরুল ইসলাম, এএসআই মো. সগীরসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, সড়কে দুর্ঘটনা রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৯ জানুয়ারি ২০২৬