চাঁদপুরের কচুয়ায় দুই ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার মধ্যরাতে উপজেলার শুয়ারুল-দীঘিরপাড় গ্রামের বাসিন্দা ও সাচার বাজারের ব্যবসায়ী মো. মনির হোসেন ও ইসমাইল হোসেনের গৃহে পৃথক ভাবে এ দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় সংঘবদ্ধ মুুগোশধারী ডাকাতদল নিজেদের আইনের লোক পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীদের গৃহে কৌশলে তালা ভেঙ্গে প্রবেশ করে গৃহের লোকদের মারধর করে দু’পরিবারের নগদ ১০ লক্ষ টাকা ও ১২ ভরি স্বর্ন-গহনাসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়। এছাড়া দুলাল নামের গভীর নলকূপের এক ম্যানাজার কে সারারাত হাত পা বেধেঁ রাখে ওই ডাকাত দল।
ক্ষতিগ্রস্থ গৃহকর্তা মো. মনির হোসেন বলেন, তিনি রবিবার তার স্ত্রী-কে ডাক্তার দেখাতে কুমিল্লা যান। মধ্য রাতে তার ছেলে মুজাহিদকে হাত-পা বেধে মারধর করে স্টিরের আলমিরা থেকে নগদ সাড়ে লক্ষ টাকা ও ৯ ভরি স্বর্ন নিয়ে যায় বলে তিনি জানান। একই ভাবে দিঘীড়পাড় গ্রামের অপর ব্যবসায়ী মো. ইসমাইলকে ডাকাতদল বেধরক মারধর করে তার গৃহে থাকা নগদ সাড়ে ৫ লক্ষ টাকা ও ৩ ভরি স্বর্নসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। শুয়ারুল গ্রামে আগেসহ পর-পর দু’টি ডাকাতির ঘটনায় স্থানীয় কতিপয় লোকজনের সহযোগিতা থাকতে পারে বলে এলাকায় গুঞ্জন চলছে। ডাকাতির এ ঘটনায় প্রবাসী ও সাধারণ পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
এ দিকে শুয়ারুল-দীঘিরপাড় প্রধানিয়া বাড়িতে ডাকাতির ঘটনায় খবর পেয়ে সোমবার দুপুরে কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনা উদঘাটনে ক্ষতিগ্রস্থ দু’ পরিবারকে আইনানুগ সহযোগিতা দেয়ার পরামর্শ দিয়েছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৯ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur