চাঁদপুরের মতলব-পেন্নাই সড়কের নাগদা এলাকায় জৈনপুর পরিবহন ( ঢাকা মেট্রো -১৪৭১) নামক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে যায়। এতে ওই বাসের অন্তত ১৭ জন যাত্রী কমবেশি আহত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে পেন্নাই সড়কের পশ্চিম নাগদা ব্রীজের নিকট দূর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে মতলব দক্ষিণ উপজেলার মধ্যে নাগদা গ্রামের রাকিব (২৫),নওগাঁও গ্রামের রুবি বেগম(৪৯),ফরিদগঞ্জ উপজেলার মোস্তফা কামাল(৬৫) ও লাভলু(৪৫),হাইমচর উপজেলার ইয়াসমিন আক্তার (২৪) ও তার ছেলে বায়েজিদ (৩), চাঁদপুর সদর উপজেলার সফিকর রহমান (৪০) মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেয়ার পর তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া স্থানীয় বিভিন্ন ক্লিনিকে আরো ৮ থেকে ১০ জন চিকিৎসা সেবা নিয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী এবং বাসের যাত্রী ইয়াকুব আলী জানান,বাবুরহাট স্ট্যান্ড থেকে ২৫/৩০ জন যাত্রী নিয়ে দুপুর প্রায় সোয়া ১ টায় জৈনপুর পরিবহনটি ঢাকার উদ্দেশ্য রওয়ানা করে।পশ্চিম নাগদা এলাকায় যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিং ভেঙে বাসটি উল্টে খালে পড়ে যায়। তাদের আর্তচিৎকার শোনে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা ফায়ার স্টেশনের লোকজন দ্রুত এসে বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।। এদিকে দুর্ঘটনার সাথে সাথে চালক ও হেলপার পালিয়ে যায়।
ইব্রাহিম খলিল নামক এক বাস যাত্রী বলেন,ড্রাইভার দ্রুত গতিতে বাসটি চালিয়েছিল।সামনে থাকা একটি ট্রাক পিছনে ফেলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার শিকার হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে আসা ৭ জনকে চিকিৎসা সেবা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ছাড়া ৫ জন প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বাড়ীতে চলে গেছেন।
মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে। তবে খালে পানি না থাকায় বড় ধরনের ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস,পুলিশ এবং স্থানীয় এলাকাবাসীর সহযেগিতায় বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে চালক ও বাসের হেলপার পলাতক।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
১৯ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur