Home / শিক্ষাঙ্গন / প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হতে পারে আজ
primary-education-office-chandpur

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হতে পারে আজ

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে পারে আজই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ রোববার ১৮ জানুয়ারি প্রকাশের জোর সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়,সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বিকেল কিংবা সন্ধ্যার মধ্যেই ফলাফল ঘোষণা করা হতে পারে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে,পরীক্ষার উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ গুরুত্বপূর্ণ কাজটি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ টিম। একই সঙ্গে ফল প্রস্তুতের প্রক্রিয়াতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা আজ ফল প্রকাশের পথ অনেকটাই সহজ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের এক কর্মকর্তা জানান, প্রয়োজনীয় সব কারিগরি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন মিললে আজই ফল প্রকাশ করা হবে। কোনো কারণে আজ সম্ভব না হলে ২০ জানুয়ারির মধ্যেই ফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে মৌখিক পরীক্ষার প্রস্তুতি নিয়েও চলছে আলোচনা। আগে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে তিনজন প্রার্থীকে ভাইভায় ডাকার সিদ্ধান্ত থাকলেও,সাম্প্রতিক সময়ে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ ওঠায় সেই সংখ্যা বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। নতুন প্রস্তাব অনুযায়ী, প্রতি শূন্যপদের বিপরীতে পাঁচজন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকার বিষয়টি বিবেচনায় রয়েছে।

এ বিষয়ে মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক নির্দেশনা এলে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ফলে শুধু ফল প্রকাশ নয়, মৌখিক পরীক্ষার কাঠামো নিয়েও আজ প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর আসতে পারে।

সব মিলিয়ে আজকের দিনটি প্রাথমিক শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন চোখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।

১৮ জানুয়ারি ২০২৬
এ জি