Home / চাঁদপুর / চাঁদপুরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও পথসভা
হাদি

চাঁদপুরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও পথসভা

পূর্ব ঘোষণা অনুযায়ী শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চাঁদপুরেও বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জাতীয় ছাত্র শক্তি, চাঁদপুর জেলা শাখা ও সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর শহরের বাসস্ট্যান্ডে এক পথসভায় বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক সাগর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিয়াম পাটোয়ারী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, চাঁদপুর জেলার বায়তুল মাল সম্পাদক, মুফতি মাহমুদুল হাসান, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির চাঁদপুর  শহর শাখার সেক্রেটারি নাজমুস সাকলাইন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তি, চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব সাকিব হোসাইন  সিনিয়র যুগ্ম সদস্য সচিব শিহাব মির্জা,  নুরুল ইসলাম বিপুল মুখ্য সংগঠক কামরুল ইসলাম, সিদ্দিকুর রহমান সাজ্জাদসহ জাতীয় ছাত্র শক্তি, চাঁদপুর জেলা শাখার নেতৃত্ববৃন্দ। 

এর আগে শহরের বায়তুল আমিন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এক পথসভায় মিলিত হয়।

মিছিলে ‘ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘নারায়ে তাকবির, আল্লাহ আকবার, যুগে যুগে মরে যাবো’, ‘আমরা সবাই হাদি হবো’ ইত্যাদি নানা ধরনের শ্লোগান দেন বিক্ষোভকারীরা।

চাঁদপুর টাইমস ডেস্ক/
১৭ জানুয়ারি ২০২৬