বৈষম্যহীন ৯মপে-স্কেল বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় চাঁদপুরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারীরা। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা ৩০ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাবের পাশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের চাঁদপরের আহবায়ক মোঃ মিজানুর রহমান, সভা পরিচালনা করেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সদস্য সচিব মোঃ আবুল হাসেম গাজী, বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হোসেন,সভাপতি হেলথ এসোসিয়েশন মোঃ ওমর ফারুক,মোঃ মফিজ উদ্দিন সমন্বয়ক ঐক্য পরিষদ, সভাপতি সরকারি গাড়ি চালক সমিতির মোঃ মাইনুউদ্দিন,সহ সভাপতি ঐক্য পরিষদের মোঃ বোরহানিস সুলতান, জেলা খাদ্য অফিস মোঃ হাফেজ,মহিলা সম্পাদিকা সাস্থ্য সহকারী সমিতির রাবিয়া বেগম, মতলব উত্তরের জুনিয়ার নেনিক এসোসিয়েশন মোঃ আবুল বাশার সাস্থ্য সম্পাদক মোঃ রায়হান মারজান,সাস্থ্য সহকারী, মোঃ হাফেজ,সাস্থ্য হাইমচর হাসপাতালের মোঃ সামছুজ্জামান, চাঁযদপুর পৌর সভার মোঃ আবুল খায়ের (মনু),চাঁদপুর সরকারী কলেজ মোঃ টিটু,ও গোলাম মোস্তফা,প্রচার সম্পাদক গণপূর্ত মোঃ মোঃ ইসমাইল,জেলা সমাজ সেবার মোঃ হারুনুর রশিদ,বিটাক মোঃ আনোয়ার হোসেন,মাতৃ মঙল মোঃ আবুল কাশেম, চাঁদপুর সরকারি হাসপাতাল এর মোঃ আল আমিন,চাঁদপুর জজ কোটের মোঃ বোরহান উদ্দিন,ও আবদুল কাদির, মোঃ সহিদ মিয়া,ও ইসলামী ফাউন্ডেশেন মোঃ হান্নান,মোঃ গোলাম মোস্তফা, মোঃ রোস্তম আলী জোটভুক্ত সকল সংগঠনের নেতৃবৃন্দ ৭ দফা দাবির ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। তাহা বাস্তবায়নের দাবিতে বক্তরা বলেন আমরা সমন্বয়কবৃন্দরা দীর্ঘ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ৯ম পে-স্কেল বাস্তবায়নের নিমিত্ত বিভিন্ন আন্দোলন করে আসছি। কিন্তু সরকার এগুলো আমলে নিচ্ছে না ।
সরকার নিম্নরূপ বিষয় বিবেচনায় ৯ম পে-স্কেল বান্ধবায়ন করতে হবে ১. ১৪ এর ভিত্তিতে ১২টি গ্রেডে সর্বনিম্ন বেতন-স্কেল ৩৫,০০০/- ও সর্বোচ্চ ১,৪০,০০০/- টাকায় নির্ধারণ করে দ্রুততম সময়ের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট জারি করতে হবে এবং জানুয়ারি ২০২৬ থেকে ৯ম পে-স্কেল কার্যকর করতে হবে। আমরা সরকারি কর্মচারীরা বর্তমান বাজারের তুলনায় হিমসিম খেতে হয়। যেই টাকা বেতন পাই আমরা আমাদের ছেলে সন্তানদের পড়া শুনা করাতে কষ্ট হচ্ছে অনেকের বাড়ী নেই বাসা ভারা দিতে পারছেনা অনেক কষ্টে জীবন জাপন করতে হচ্ছে প্রধান উপদেষ্টা সহ আপনারা আমাদের এই দাবী বাস্তবায়ন করুন না হয় আমরা সারা দেশে আন্দোলন চালিয়ে যাবো।
প্রতিবেদক: এমকে এরশাদ
১৬ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur