Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় সিংআড্ডা বাজারে ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার উদ্বোধন
সিংআড্ডা

কচুয়ায় সিংআড্ডা বাজারে ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার উদ্বোধন

বাংলার পাশাপাশি ইংরেজি ও আরবি শিক্ষায় দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষে আধুনিক ও দ্বীনি শিক্ষার আলো ছড়াতে কচুয়া উপজেলার সিংআড্ডা বাজারের প্রাণকেন্দ্রে খন্দকার প্লাজার ২য় তলায় আল-হেরা মডেল ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বর্নাঢ্য উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বাদ আসর বিশেষ আলোচনার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হাফেজ মাও: মো: বশির উল্লাহর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানোরাগী মো: সামছুল হক মাষ্টার। এসময় বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান পাঠান বিশিষ্ট সমাজসেবক হাজ্বী মো: নেয়ামত উল্লাহ, মাও: মহিবুল্লাহ, মো: আনোয়ার হোসেন আকন্দ, খন্দকার জাকির হোসেন, মো: মুক্তার হোসেনসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মাদ্রাসাটির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাও: মো: ফয়েজ উল্লাহ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৬ জানুয়ারি ২০২৬