চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবকলস গ্রামে বাপের বাড়ীতে বেড়াতে এসে ডাকাতের কবলে মেয়ে জান্নাতুল ফেরদৌসী (৩০)। ওই মেয়ের হাত-পা ও মুখ বেঁধে দেশীয় অস্ত্রের মুখে স্টিলের আলমারির তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় ডাকাতদল। বুধবার রাত ৯ টায় ওই গ্রামের বিদেশ ফেরত অটোরিকশা (সিএনজি) চালক খোকন মোল্লার ডাকাতির ঘটনা ঘটে। এতে ৪ ভরি সোনা ও প্রায় ৪ লাখ টাকা লুট হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার পর নবকলস এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক (বিদেশফেরত) খোকন মোল্লা বাড়ির পাশে একটি মাদ্রাসা এলাকায় ওয়াজ ও মাহফিলে যোগ দেন। সে সময় তাঁর বাড়ি ও বসতঘরে কোনো পুরুষ-সদস্য ছিলেন না। তাঁরাও ওই ওয়াজ-মাহফিলে যোগ দেন। খোকন মোল্লার বসতঘরে ছিলেন তাঁর মেয়ে জান্নাতুল ফেরদৌসী ও দুই শিশু নাতনি। রাত ১০টায় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের প্রধান দরজা খোলা রেখে জান্নাতুল বাহিরে যান। তখন জান্নাতুলের দুই কন্যাশিশু ঘরে ঘুমিয়ে ছিল। এ ফাঁকে দুই মুখোশধারী ব্যক্তি ওই ঘরে প্রবেশ করে। বাহির থেকে জান্নাতুল ঘরে ঢোকা মাত্রই তাঁরা তাঁকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। মারধরও করে। চিৎকার না দেওয়ার জন্যও তাঁকে তাঁরা শাসিয়ে দেয়।
সূত্রটি আরও জানায়, পরে ঘরের আলমারির তালা ভেঙে ওই দুই ব্যক্তি সেখানে রাখা চার ভরি সোনা ও প্রায় চার লাখ টাকা লুট করে নিয়ে যায়। কিছুক্ষণ পর ওয়াজ-মাহফিল থেকে খোকন মোল্লা ঘরে ঢুকে দেখেন, ঘরের বাহিরের দরজা খোলা এবং তাঁর মেয়ের হাত-পা বাঁধা। ঘরের স্টিলের আলমারির তালা ভাঙা এবং সেখানে রাখা সোনা ও টাকা নেই। পরে তিনি (খোকন মোল্লা) ঘটনাটি পুলিশকে জানান।
খোকন মোল্লা বলেন, ওই দুই ডাকাতের মুখে মুখোশ থাকায় তাঁর মেয়ে তাদের চিনতে পারেননি। অল্প সময়ের মধ্যেই ঘটনাটি ঘটেছে। ঢাকা ও সোনা খুইয়ে তিনি ও তাঁর পরিবার অনেকটাই সর্বস্বান্ত। এ ব্যাপারে থানায় আপাতত লিখিত অভিযোগ করেছেন। পরে মামলা করবেন।
মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক জানান, ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করেছেন।
তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৫ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur