Home / চাঁদপুর / চাঁদপুরে ওজনে কারচুপি, নৌ পুলিশ সুপারের হাতে ধরা
ওজনে

চাঁদপুরে ওজনে কারচুপি, নৌ পুলিশ সুপারের হাতে ধরা

চাঁদপুর শহরের পালবাজারে হাঁস বিক্রির সময় ওজনে কারচুপি করতে গিয়ে পুলিশ সুপারের হাতে ধরা পড়েছেন দুই অসাধু ব্যবসায়ী। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে পালবাজারে চাঁদপুরের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের সাথে এই প্রতারণার ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত হাঁস বিক্রেতারা হলেন আফজাল সরকার (৩০) ও জিল্লুর রহমান (২৫)।

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাতে নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান পাল বাজারে হাঁস কিনতে যান। তিনি ৬টি হাঁস পছন্দ করলে বিক্রেতারা সেগুলোর ওজন ৯ কেজি ১০০ গ্রাম বলে দাবি করেন। ওজনে সন্দেহ হওয়ায় পুলিশ সুপার নিজেই পরিমাপক যন্ত্রটি পরীক্ষা করেন এবং সেখানে ওজনের পাথর বা বাটখারার পরিবর্তে ভারী লোহার পাত ব্যবহার করার বিষয়টি দেখতে পান।

তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে অবহিত করেন। খবর পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালতে অভিযুক্তরা ওজনে কারচুপির বিষয়টি স্বীকার করেন। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৬০ ধারায় আফজাল সরকারকে ৮ হাজার টাকা ও জিল্লুর রহমানকে ২ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উভয়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে পালবাজারের ব্যবসায়ী নেতা মনির হোসেন জানান, ঘটনার সত্যতা পাওয়ার পর বাজার কমিটির নেতৃবৃন্দের সিদ্ধান্তে প্রতারণার দায়ে অভিযুক্তদের হাঁস-মুরগির দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে।

স্টাফ করেসপন্ডেট/
১৪ জানুয়ারি ২০২৬