সরকারি চাকরিজীবীদের জন্য সামনে আসছে তিন দিনের ছুটি। এ তিন দিনের ছুটির সঙ্গে একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে চার দিনের টানা ছুটি। সরকারি ছুটির তালিকা (প্রজ্ঞাপন) অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালিত হওয়ার কথা রয়েছে। যদিও শবে বরাত পালনের বিষয়ে চাঁদ দেখার ওপর নির্ভর করে।
৪ ফেব্রুয়ারি যদি শবে বরাত হয়,তবে বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি একদিনের ছুটি নিতে পারলেই মিলবে টানা চার দিনের ছুটি। কেননা বৃহস্পতিবারের পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
হিসাব অনুযায়ী,সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার ছুটি নিতে পারলে টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা। এদিকে এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে,৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ছুটি থাকবে।
১৪ জানুযারি ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur