কিছুদিন পর স্ত্রী ও সন্তানদের দেখতে দেশে ফেরার কথা ছিল আব্দুল হান্নান মিয়াজীর। কিন্তু আকস্মিক মৃত্যুতে দেশে ফেরা হলো না তার। প্রবাসী আব্দুল হান্নান মিয়াজীর কচুয়া উপজেলার কাদলা গ্রামের সোলেমান মিয়াজীর ছেলে। তিনি জীবিকার তাগিদে সুদূর মালয়শিয়ায় পারি জমিয়েছিলেন প্রায় ৯ বছর আগে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মালয়শিয়া প্রবাসী মোঃ আব্দুল হান্নান মিয়াজী খোকন সোমবার বাংলাদেশ সময় সকাল ৯টায় তার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় আকস্মিক ভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বর্তমানে তার লাশ মালয়শিয়ায় রয়েছে। লাশ ফেরত আনতে বাংলাদেশ সরকার সহ দূতাবাসের সহযোগীতা কামনা করেছেন ওই পরিবারটি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়ে সহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। মরহুম মোঃ আব্দুল হান্নান মিয়াজী খোকন, উপজেলার নলূয়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন মাহী ও সাপ্তাহিক শিখর সংবাদ প্রতিনিধি মোঃ শাহাদাত হোসাইনের ভগ্নিপতি।
প্রবাসী মোঃ আব্দুল হান্নান মিয়াজী খোকন এর মৃত্যুর সংবাদে পরিবার সহ এলাকাবাসির মাঝে শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১২ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur