বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং (বি-১১৯১) চাঁদপুর এরিয়া।
সোমবার বিকেলে শহরের জোড়পুকুরপাড়স্থ জনতা ব্যাংক কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাকের ডিজিএম জি এম নাছির উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুদলীয় গণতন্ত্র, ভোটাধিকার ও সংসদীয় ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছেন।
তিনি আরোও বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন হিসেবে দলকে সুসংগঠিত করেছেন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নানা প্রতিকূলতা, রাজনৈতিক সংকট ও ব্যক্তিগত অসুস্থতার মধ্যেও তিনি আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান, ত্যাগ ও নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং (বি-১১৯১) চাঁদপুর এরিয়ার সভাপতি মোঃ শরীফ উল্লাহ এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুনীর চৌধুরী ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম।
চাঁদপুর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি নয়ন মাহমুদ ভূঁইয়া।
এসময় চাঁদপুর জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক খলিলুর রহমান হাওলাদার, সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন মিয়াজী, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মাঝি, জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং (বি-১১৯১) চাঁদপুর এরিয়ার (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ শুক্কুর বকাউল, সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সিবিএ সোনালী ব্যাংকের সভাপতি জাহাঙ্গীর আলম, সিবিএ অগ্রনী ব্যাংক সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল আমির, জেলা বিদ্যুৎ শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক আবুল বাশারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জোড়পুকুর পাড় বাইতুল ফালাহ জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ আহমদ ও মুয়াজ্জিন মাহাদী হাসান দোয়া এবং মিলাদ পরিচালনা করেন।
স্টাফ রিপোর্টার/
১২ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur