Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে অনলাইন প্রতারণা চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৪
অনলাইন

মতলবে অনলাইন প্রতারণা চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

চাঁদপুরের মতলব উত্তর থানায় পুলিশের বিশেষ অভিযানে সংঘবদ্ধ অনলাইন প্রতারণা চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিভিন্ন ব্যক্তির নামে ব্যবহৃত চেক বই, ডেবিট ও ভিসা কার্ডসহ প্রতারণায় ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) সকালে মতলব উত্তর থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান অভিযানের বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, পুলিশ সুপার রবিউল হাসানের নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

থানা সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার পূর্ব ফতেপুর এলাকার জাহিরুল ইসলাম (২২)-এর লিখিত অভিযোগের ভিত্তিতে এ অভিযান শুরু হয়। অভিযোগে উল্লেখ করা হয়, অনলাইনে পরিচয়ের মাধ্যমে হেদায়েত উল্লাহ ওরফে মনির তাকে ফার্নিচার ব্যবসার প্রলোভন দেখিয়ে নগদ ও ব্যাংক লেনদেনের মাধ্যমে প্রায় ৮ লাখ ৯৮ হাজার টাকা আত্মসাৎ করে।

অভিযানের প্রথম ধাপে মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানা এলাকা থেকে নজরুল ইসলাম (৫৭) এবং আল আমিন ওরফে রিফাত (৩০)-কে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার দেবিদ্বার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা হেদায়েত উল্লাহ ওরফে মনির হোসেন (৪৫) এবং তার সহযোগী রাব্বি হোসেন ওরফে জাবেদ (২৪)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হেদায়েত উল্লাহ ওরফে মনিরের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসছিল। তারা গ্রামের সহজ-সরল মানুষ, বিশেষ করে নারীদের টার্গেট করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করত। পরে এসব তথ্য ব্যবহার করে ব্যাংক হিসাব খুলে চেক বই ও ডেবিট/ভিসা কার্ড নিজেদের নিয়ন্ত্রণে রেখে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে অর্থ আত্মসাৎ করত।
অভিযানকালে আসামিদের হেফাজত থেকে বিভিন্ন ব্যাংকের ছয়টি চেক বই এবং ১৯টি ডেবিট ও ভিসা কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে এসব হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান জানান, অনলাইন প্রতারণা একটি গুরুতর অপরাধ। এ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এর সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় মতলব উত্তর থানায় দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৬, ৪২০ ও ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে (এফআইআর নং-২৬, তারিখ ১২ জানুয়ারি ২০২৬)। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/
১২ জানুয়ার ২০২৬