চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনির সাহায্যে একটানা অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার। ১২ জানুয়ারি সোমবার হাজীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে বেশকিছু ফার্মেসি, হাসপাতাল ও রেস্টুরেন্ট’সহ ৭ প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এবং যৌথ বাহিনী কর্তৃক পঁচাবাসী খাবার সংরক্ষণ করা এবং অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে হাজী সুইটস কে ৫০ হাজার টাকা, একই অপরাধে নবাবী হোটেলকে ১৫ হাজার টাকা, রিজিক হোটেলকে ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ সস ব্যবহার করার অপরাধে খাওয়া দাওয়া হোটেলকে ৩০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে মিডওয়ে ফার্মেসী কে ১০ হাজার টাকা, ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ার অপরাধে হাজীগঞ্জ জেনারেল হাসপাতাল কে ৮ হাজার টাকা এবং মিথ্যা ডক্টর পদবি ব্যবহার করার অপরাধে দেশ ফার্মেসী কে ৫ হাজার টাকাসহ মোট ১,২৩,০০০ টাকা জরিমানা করা হয়।
চাঁদপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর মো: জসিম উদ্দিন এবং যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
১২ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur