শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে নির্বাচনী প্রচারনায় মাঠে নামছেন কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।
মনোনয়নপত্র দাখিলের পর পবিত্র মক্কায় ওমরাহ করে দেশে ফিরে আজ শুক্রবার বাদ জুমা নেতাকর্মীদের নিয়ে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।
জিয়ারতে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন ও তাদের জান্নাত কামনায় দোয়া করেন।
এসময় তিনি বলেন- শহীদ জিয়ার হাতে গণতন্ত্র শুরু ও খালেদা জিয়ার এই গণতন্ত্র এবং আপোষহীন ভাবে এই দেশের মানুষের মুক্তির কল্যাণে কাজ করে গেছেন। কিন্ত স্বৈরাচার সরকারের কাছে মাথা নত করেন নি। আগামী নির্বাচনে তার আদর্শকে ধারন করেই ধানের শীষের প্রতীকে মানুষ ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবে সাধারন জনতা।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, দক্ষিণ থানা বিএনপির সভাপতি হানিফ মিয়া, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, হারুন অর রশিদ, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
০৯ জানুয়ারী ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur