চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় এক তরুণের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। বলাখাল এলাকার দলিল লেখক ফারুক মুন্সীর ছেলে কলেজ ছাত্র সিয়াম মুন্সী (১৭)।
পারিবারিক সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি রবিবার সকাল ৯ টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে ডাকতে গিয়ে কোনো সাড়া পাননি। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ঘটনার পর তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাস নজরে আসে। সেখানে তিনি নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করে সবাইকে সুখী থাকার কথা উল্লেখ করেছিলেন।
খবরটি ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হন। এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, প্রেম সংক্রান্ত বিষয়ে বাবা-মায়ের সাথে বিরোধের জেরে শনিবার রাত থেকে রোববার সকালের কোন এক সময়ে বলাখাল বাজারস্থ নিজ বাসভবনের মুন্সী ভিলার ৪র্থ তলার শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সিয়াম মুন্সী।
এর আগে সিয়াম মুন্সী তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইন্ট্রতে লিখেন, ‘কেউ দায়ি নয়। আমার মৃত্যুর দায়ভার আমার। কারোই দোষ নেই। আমার দোষ আমি মেনে নিলাম। সুখী হোক সবাই। বিদায়’ (ফেসবুকের লিখাটি হুবহু উপস্থাপন করা হলো)।
তবে স্থানীয় সংবাদকর্মীরা জানতে পেরেছেন, মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা পথ বেছে নেনে সিয়াম মুন্সী। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আহমেদ চৌধরী মরদেহ উদ্ধারপূর্বক সুরতহাল প্রতিবেদন করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার বলেন, আমরা লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করলে আমরা একটি অপমৃত্যুর মামলা দায়ের করবো।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
৪ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur