Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ৫৮ শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ
শিক্ষকের

৫৮ শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর পক্ষে মাদ্রাসা শিক্ষকরা সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী জাকির হোসেন চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে তিনি উপজেলার বিভিন্ন মাদ্রাসার মোট ৫৮ জন শিক্ষক ও কর্মকর্তার নাম উল্লেখ করেন।

অভিযোগকারী জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫ এর ২০(খ) বিধি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক বা কর্মকর্তা সরাসরি কিংবা পরোক্ষভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না।

এ নির্দেশনা অমান্য করলে তা নির্বাচন আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

তবে অভিযোগে উল্লেখ করা হয়, চাঁদপুর–৪ ফরিদগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর পক্ষে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে যাচ্ছেন। এর মধ্যে কাউনিয়া হানাফিয়া ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. ইউনুস (ইউনুছ হেলাল), রামদাসেরবাগ আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মো. মিজানুর রহমান, বদরপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. মফিজুল ইসলাম এবং বালিথুবা সামছুলিয়া অদুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহাবুবুর রহমানসহ মোট ৫৮ জন শিক্ষক হাট–বাজার, অফিস–আদালত, রাস্তা–ঘাট, উঠান বৈঠক, মিছিল ও সভা–সমাবেশে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন।

অভিযোগকারী আরও জানান, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করছে এবং নির্বাচন আচরণবিধির সরাসরি লঙ্ঘন। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও কাউনিয়া হানাফিয়া ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. ইউনুস (ইউনুছ হেলাল)-এর বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, তিনি জরুরি কাজে বাইরে রয়েছেন। রোববার (৪ জানুয়ারি ২০২৫) এ সংক্রান্ত আবেদন ডাক ফাইলে রয়েছে। আবেদনটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদক: শিমুল হাছান,
৪ জানুয়ারি ২০২৬