চাঁদপুরের কৃতি সন্তান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, বাংলাদেশ একটি ক্লারান্তিকাল অতিক্রম করছে। জাতীর এই ক্লারান্তিকালে জাতীয়তাবাদী আদর্শের দলকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি এদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। আর তার সহধর্মিণী প্রয়াত বেগম খালেদা জিয়া আমৃত্যু বাংলাদেশ ও স্বাধীন সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে ধানের শীষে বিজয়ী করেতে হবে।
৪ জানুয়ারি রোববার বিকেলে তিনি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আমিন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাওলানা দিদার হোসেন।
বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী আরো বলেন, বিএনপি এদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল। তাই আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের দলের অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দল থেকে যাকে যোগ্য মনে করেছে তাকেই ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছে। আমি চাঁদপুর-৩ আসনে একজন মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমি মনে করি আমার দল জেলা বিএনপির সভাপতিকে যোগ্য মনে করে তাকে দল থেকে মনোনয়ন দিয়েছে। দলের একজন কর্মী হিসেবে আমার দায়িত্ব হলো ধানের শীষের প্রার্থী তথা বিএনপিকে বিজয়ী করতে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করবো। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু ব্যক্তির প্রতিদ্বন্দ্বিতা থাকা ঠিক নয়। তাই আমি আমার নেতাকর্মীদের প্রতি অনুরোধ করবো, আপনারাও সকল বিভেদ এবং মনঃকষ্ট ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন।
তিনি বলেন, আমাদের দলের প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের আপোষহীন নেত্রী। তিনি আমাদের ছেড়ে জান্নাতের মেহমান হয়েছেন। সেদিন জানাজায় তার কফিন ঘিরে সমগ্র বাংলাদেশ এক কাতারে শামিল হয়েছিলো। এতে প্রমাণ করে তিনি ছিলেন দল মতের উ্ধের্ধ্বে বাংলাদেশের আপামর জনসাধারণের আস্থা ও ভালোবাসার প্রতীক। তিনি দেশের সংকটময় মুহূর্তেও জনগণ ও দেশকে ছেড়ে যাননি। মহান আল্লাহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক কামরুজ্জামান হাসানাত, সাবেক ছাত্রনেতা বশীর পারভেজ, জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু আহমেদ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন বাট, বিএনপি নেতা মোজাম্মেল হক, জাকির খান, হুমায়ূন প্রধানীয়া, বিএনপি নেতা সোহেল বকাউল, ফরিদ মিজি, ইব্রাহিম প্রধানীয়া, জহিরুল ইসলাম, যুবদল নেতা শাহীন মাঝি, মনির তালুকদার, সোহাগ বকাউল, মোঃ পিন্টু খান, পাবেল খান, সোহেল খালাশী, মেহেদী, মাইনুল, সাবেক ছাত্রনেতা, সুকুমার রায়, রাসেল আহমেদ জনি, শরিফ গাজী, মেহেদী হাসান প্রমুখ।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
৪ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur