কচুয়া উপজেলার এতিহ্যবাহী অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে বই উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করা হয়েছে। রবিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে প্রথম থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরন করা হয়। নতুন বই পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান মাও. ওমর ফারুক, বিদ্যালয়ের পরিচালক সদস্য মহসীন প্রধান, জাহাঙ্গীর আলম প্রধান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাকিব আল হাসান জুয়েলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে অন্যান্য বছরের ন্যায় এবছরেও এ বিদ্যালয়ের ১৪জন শিক্ষার্থী কচুয়া উপজেলা কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশনের আওতায় টেলেন্ট ও সাধারন গ্রেডে বৃত্তি পেয়ে উপজেলা পর্যায়ে শীর্ষস্থান দখল করে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,
৪ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur