কুমিল্লায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড ও চাষাপাড়া এলাকায় উক্ত তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
সূত্র জানায়, বিইআরসি কর্তৃক নির্ধারিত মূল্যে ১২ কেজি গ্যাস সিলিন্ডার ১ হাজার ২৫৩ টাকার স্থলে ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের অভিযান পরিচালনা করে। এসময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার এলপিজি গ্যাস পরিবেশক মেসার্স সরকার এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা ও চাষাপাড়া এলাকার মেসার্স উজ্জল ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
এসময় সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয় না করতে সতর্ক করা হয় এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অন্যান্য দোকানি ও স্থানীয়দের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
৪ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur