পৌষের মাঝামাঝিতে শৈত্যপ্রবাহের প্রভাবে বাড়ছে শীতের তীব্রতা। কুমিল্লায় জেঁকে বসেছে তীব্র শীত। কয়েক দিন ধরে দিনের বেলায়ও সূর্যের দেখা মিলছে না।
উত্তরের হিমেল হাওয়ায় হাড়কাঁপানো ঠান্ডায় জুবুথুবু হয়ে পড়েছে জনজীবন। সকাল থেকে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। শীত নিবারণের জন্য অনেককে দিনের বেলাতেও খড়কুটো ও জ্বালানি জ্বালিয়ে গা গরম করতে দেখা গেছে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে কুমিল্লা জেলায় প্রতিদিন তাপমাত্রা গড়ে সর্বোচ্চ ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১০-১১ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। ঘনকুয়াশায় সূর্যের দেখা মিলছে না।
শীতের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি ও ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে বলে স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ঠান্ডাজনিত রোগীর চাপ বাড়ছে।
শীতের তীব্রতায় সকালবেলা রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। সন্ধ্যারপর প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলেও ধীরগতি দেখা যাচ্ছে। রাতের বেলা ঘনকুয়াশায় সড়ক-মহাসড়কে দুর্ঘটনাও বেড়েছে। সকাল পর্যন্ত হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরাঞ্চল থেকে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে আগামী কয়েক দিন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে।
কুমিল্লা জেলা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ ছৈয়দ আরিফুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
০৩ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur