Home / উপজেলা সংবাদ / হাইমচর / খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় হাইমচরে দোয়া
খালেদা

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় হাইমচরে দোয়া

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় চাঁদপুরের হাইমচরে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারীর উদ্যোগে হাইমচর ফায়ার সার্ভিস স্টেশন কার্যালয়ের সামনে বেপারি বাড়ী মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দীন আনসারী।

ঐতিহ্যবাহী কাটাখালি বাজার জামে মসজিদেও বেগম জিয়ার স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা নাজির আহমেদ। দোয়া অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছে বেগম জিয়ার জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক খাঁন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির মিয়াজী।

মিলাদ ও দোয়া আয়োজনে ছিলেন সাবেক উপজেলা বিএনপির সদস্য আজিজুল হক রতন, দক্ষিণ আলগী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাছির সর্দার, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, উত্তর আলগী ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য জহির পাটওয়ারী।

উল্লেখ্য, এই দুটি মসজিদ ছাড়াও হাইমচর উপজেলার বিভিন্ন এলাকার মসজিদে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে পৃথক পৃথক দোয়ার আয়োজন করা হয়। মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)
২ জানুয়ারি ২০২৫